আগামী ২৫ নভেম্বর শ্রীমঙ্গল হার্ট ফাউন্ডেশণ এর হার্ট ক্যাম্প

প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:

আগামী ২৫ নভেম্বর শ্রীমঙ্গল হার্ট ফাউন্ডেশণ এর উদ্যোগে অনুষ্ঠিত হবে পরবর্তী হার্ট ক্যাম্প।

ক্যাম্পকে সফল করতে বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতিমুলক সভা।

হার্ট ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর সহ সভাপতি ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজ্জাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও হার্ট ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর সাধারণ সম্পাদক ডা: হরিপদ রায় এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জহর তরফদার, অবিনাশ আচারয্য, সাংগঠনিক সম্পাদক দেবব্রত দত্ত, তথ্য ও প্রচার প্রকাশনা সম্পাদক বিকুল চক্রবর্তী ও সদস্য ডা: মামুন আহমদসহ উপজেলার সকল ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক বৃন্দ।

হার্ট ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর সাধারণ সম্পাদক ডা: হরিপদ রায় বলেন, আগামী ২৫ নভেম্বর শ্রীমঙ্গল পৌরসভার মহসীন অডিটরিয়ামে এ হার্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তিনি জানান, এ ক্যাম্পে রোগী দেখেবেন ঢাকা শ্যামলীস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল এর কার্ডিয়াক স্পেশালিস্ট ডা: ফৌজিয়া খান, কার্ডিয়াক সার্জন ডা: মোহাম্মদ আলী ভূইয়া জয় ও ডা: দীনেশ সুত্রধর  এ লক্ষে বৃহস্পতিবার থেকেই রেজিষ্টেশন শুরু হয়েছে।

শেয়ার করুন