প্রতিবেদন,আহমেদ এহসান সুমন :
নামে বেনামে অনলাইন ফেইসবুক পেইজ করে ব্যবসার নামে প্রতারণা জাল বুনে গ্রাহকদের টাকা হাতিয়ে নিচ্ছে শহিদুর ইসলাম সুমন। বিভিন্ন ভাবে রাজনৈতিক ও উচ্চপদস্থ লোকদের সাথে সম্পর্ক তৈরি করে তাদের ব্যবহার করার অভিযোগও রয়েছে সহিদুলের বিরুদ্ধে। খুজ নিয়ে জানা যায় সহিদুল ইসমাল ঠিকানা :বাসা /হোল্ডিং :১৯ নীলাচল,গ্রাম/রাস্তা :ছয়েফ খান রোড,হাজীপাড়া ডাকঘর সিলেট ৩১০০,সিলেট সদর,সিলেট সিটি কর্পোরেশন,সিলেট। পিতা কাছন মিয়া মাতা ফাতেমা সিদ্দীকা। ভোটার নাম্বার ১৯৪৯৯০০০৪৫। যাহার ডাচ্ বাংলা ব্যাংক একাউন্ট নাম্বার ৭০১৭৩১৪৭৩৬৪২৪। সহিদুল ইসলাম কখনো সিলেট কখনো শ্রীমঙ্গল আবার কখনো ঢাকা বা চাপাইনবয়াবগঞ্জ বা রাজশাহী থাকেন। অনলাইন ব্যবসার নামে অনলাইন পেইজ খুলে শাড়ি,চা পাতা,আম বিক্রির বিজ্ঞাপন দিয়ে গ্রহকের সাথে সম্পর্ক করে । পরে নানান কৌশলে তাদের নিকট হতে ধার বা পণ্য নিয়ে ফোন রিসিভ না করে প্রতারণা করে। এভাবেই বিভিন্ন মহলের সাথে সম্পর্ক তৈরি করেছে শহীদুল ইসলাম সুমন। প্রতারক সুমন বিভিন্ন রাজনৈতিক দলের সাথেও সম্পর্ক তৈরি করেছে যার পরিচয় ব্যবহার করে প্রতিদিন হাতিয়ে নিচ্ছে টাকা।
শুধু অনলাইন নয় বিদেশে লোক পাঠানোর নামে শহীদুল ইসলাম সুমন বিভিন্ন মানুষ থেকে তাদের পাসপোর্ট এনে টাকা নিয়ে পাসপোর্ট ফেরত দেয়নি বলেও অভিযোগ রয়েছে। তাছাড়া বিভিন্ন ব্যান্ডের নকল মোবাইল বিক্রির সাথে দীর্ঘদিন যাবৎ শহীদ ইসলাম সুমন জড়িত। তার প্রতারণায় অনেকেই নিঃস্ব হয়ে তাকে খুজে বেড়াচ্ছেন।
ইতোমধ্যে কয়েকজন তার বিরুদ্ধে ডিজিটাল আইনে প্রতারণা মামলা করবেন বলে বলেছেন। জানা যায় বন্ধু মহল থেকে শুরু করে দেশের বিভিন্ন মানুষের টাকা নিয়ে প্রতারণা করে আসছে সহিদুর ইসলাম।
এবিষয়ে সহীদুল ইসলামকে ফোন করা হলে সে ফোন ব্লক করে দেন।