সুদীপ দাশ, স্টাফ রিপোর্টার:
বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির ঢাকায় আগমন নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছিল নানা জল্পনা। নোরার ঢাকায় আসা ও অনুষ্ঠান করার অনুমতি নিয়ে নাটকীয়তাও কম হয়নি। নোরার ঢাকায় আসা নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পাল্টাপাল্টি বক্তব্যে কয়েক দিন ধরেই বিভ্রান্তিতে ছিলেন তার বাংলাদেশি ভক্ত-অনুরাগীরা।
অবশেষে সব নাটকীয়তা শেষে আজ দুপুরে ঢাকায় পৌঁছালেন নোরা। সন্ধ্যায় যোগ দেবেন ‘গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২২’-এর অনুষ্ঠানে।
নোরার অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান উইমেন লিডারশিপ করপোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিকা জানান, আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে ঢাকায় এসে পৌঁছান নোরা ফাতেহি। যথাসময়ে অনুষ্ঠান শুরু হবে বলেও জানালেন এই আয়োজক।
উল্লেখ্য, এক দিনের সফরে ঢাকায় এসেছেন নোরা। ফিরে যাবেন ১৯ নভেম্বর সকালে। নোরা ফাতেহি নারী উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট তুলে দেবেন। অনুষ্ঠানস্থলে নোরার কার্যক্রমের ভিডিও ধারণের মাধ্যমে তথ্যচিত্র নির্মাণ করা হবে।