৬ শতাধিক দৌড়বিদদের অংশগ্রহনের মৌলভীবাজারে হাফ ম্যারাথন অনুষ্টিত


প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজার ৬শতাধিক দৌড়বিদদের অংশগ্রহনে অনুষ্টিত হয়েছে হাফ ম্যারাথন
শুক্রবার (১৮ নভেম্বর) ভোর ৬টায় চায়ের দেশ মৌলভীবাজারের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য কে জানান দিতে ৬শতাধিক দৌড়বিদদের অংশগ্রহনে অনুষ্টিত হয়। মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটি ও মৌলভীবাজার রানার্স ক্লাবের যৌথ আয়োজনে এই হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল সড়ক থেকে হাফ ম্যারাথন শুরু হয়। এতে দুটি ধাপে ২১ ও ১০ কিলোমিটারের ম্যারাথনে শহরও শহরের বিভিন্ন সড়কে সবুজ প্রকৃতির আঁকাবাঁকা পথ ধরে বিভিন্ন বয়সের দৌড়বিদরা ম্যারাথনে দৌড়ান। ম্যারাথন প্রতিযোগিতায় ২১ কিলোমিটার দৌড়ে ছেলেদের মধ্যে প্রথম হয়েছেন যশোরের আসিফ বিশ্বাস ও মেয়েদের মধ্যে প্রথম হন মৌলভীবাজারের নাসরিন বেগম। ১০ কিলোমিটার দৌড়ে ছেলেদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন কুলাউড়ার আশরাফুল আলম কাশেম ও মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন সুনামগঞ্জের স্নেহা জান্নাত।

শেয়ার করুন