প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাইসেন্সবিহীন চালক ও অবৈধ ফুটপাত দখল করে অবৈধভাবে ফুটপাত দখল করে রাখা মোটরসাইকেলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।
শনিবার (১৯ নভেম্বর) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (এসিল্যন্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফুটপাতে অবৈধভাবে পার্কি, লাইসেন্সবিহীন চালক ও কাগজপত্র বিহীন মোটরইকেলে পরিচালনার অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ১২ ব্যক্তিকে অর্থদন্ড প্রানধান করেন। এসময় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সরদারের নেতৃত্বে পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার জানান, অবৈধ যানবাহন, লাইসেন্সবিহীন চালক ও ফুটপাত দখলকরে অবৈধভাবে যত্রতত্র পাকিং এর বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে। আজকের অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ১২ ব্যক্তিকে ৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
শ্রীমঙ্গলে লাইসেন্সবিহীন চালক ও কাগজ বিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান
শেয়ার করুন