শশীভূষনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষন থানার এওয়াজপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) দুপুরে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মিজান কসমেটিক ব্যবসায়ীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ পটুয়াখালী জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার মৃত মোঃ হারুনের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে মিজান নামে এক কসমেটিক দোকানদারের ঘর নির্মাণ কাজের ব্যবহৃত পানির পাম্প মেশিন নষ্ট হয়ে গেলে একই ওয়ার্ডের পাশ্ববর্তী সোয়েব আলী মাঝির নাতি মাসুদকে ঢেকে আনলে পাম্প মেশিনটি মাসুদ ঠিক করছিল। ঠিক করার পরে পাম্পে মেশিনে বিদ্যুৎ সংযোগ দিলে মাসুদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারা আরো জানান, পিতা না থাকায় ছোট বেলা থেকেই নানার বাড়িতে থাকতো মাসুদ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শশীভূষণ থানার (ওসি) মোঃ মিজানুর রহমান পাটোয়ারী জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর খবরটি পেয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সুদীপ দাশ, স্টাফ রিপোর্টার।
শেয়ার করুন