“ভালোবাসি” এইটুকু বলতে গিয়ে ভরিয়ে ফেলেছি পৃথিবীর সমস্ত পাতা-! নানানভাবে – আকারে-প্রকারে- প্রকাশের অজস্র ভঙ্গিতে-ইঙ্গিতে!
কিছুই বাদ পড়েনি।
চাঁদ – সূর্য, গ্রহ-নক্ষত্র- অরণ্য থেকে বন-উপবন টেনে নামিয়েছি প্রিয়তম’র চরণপদ্মে! তবুও এখনো মনেরমতো করে যেন কিছুই পারিনি বলতে – যেন কিছুই হয়নি বলা – যেন পরীক্ষার খাতা সামনে নিয়ে মুখস্ত উত্তরটাও বেমালুম ভুলে গিয়ে কলম ঠোঁটে ছুঁইয়ে বসে- বসে ভিতরে- ভিতরে ঘামছি ।
আসলে আমি চাইনি সর্বজনীন কোনো ভাব কিংবা ভাষা – যা তোমাকে বলা যায়;
চেয়েছি,তোমার উপযুক্ত অমল উদ্ভাসী প্রিয় একটি শব্দ, বাক্য, নিজেকে ব্যক্ত করা যায় এমন কোনো সজ্জিত বিন্যাস !
তেমন একটি রঙিন সৌন্দর্য নির্মিতভাষা আমি খুঁজে – খুঁজে চির-অচেনা পথে সদ্য আগন্তুকের মতো হাঁটছি !
সংগ্রহ: সুদীপ দাশ, স্টাফ রিপোর্টার।