প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন বিভিন্ন পদে প্রতিদন্ধি প্রার্থীরা।
মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের শ্রীমঙ্গলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন সাব কমিটির আহবায়ক মো. আতাউর রহমানের কাছে মনোনয়পত্র জমা দেন প্রার্থীরা। এসময় নির্বাচন সাব কমিটির সদস্যসচিব মো: আব্দুল বশির, সদস্য সুবাস সিংহ, মো: ছালিক মিয়া, বিপিন উপাধ্যায় উপস্থিত ছিলেন। নির্বাচন সাব কমিটির আহবায়ক মো. আতাউর রহমান জানান- দেশের ১৬৫টি চা বাগানের ১২ টি কেন্দ্রের মাধ্যমে প্রায় আড়াই হাজার ভোটারগণ ভোট প্রদান করবেন। তফসিল অনুয়ায়ী চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৫ নভেম্বর, মনোনয়নপত্র বিতরণ ১৭-২১ নভেম্বর, মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২২ নভেম্বর এবং মনোনয়নপত্র বাছাই ২৪ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ২৫ নভেম্বর, চুড়ান্ত ভোটার বৈধ প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২৭ নভেম্বর এবং ভোটগ্রহণ ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। মোট ৮টি পদে কেন্দ্রে ৯জন প্রার্থী নির্বাচিত হবেন। নির্বাচন সাব-কমিটির আহবায়ক মো. আতাউর রহমান আরো জানান-নির্বাচনে ৩৩টি পদের বিপরীতে ৭৫ জন মনোনয়পত্র দাখিল করেছেন। দেশের ১২টি অঞ্চল হলো চট্টগ্রামের ফটিকছড়ি, সিলেটের জৈন্তাপুর, জুড়ী, কুলাউড়া, কমলগঞ্জ, শ্রীমঙ্গল, হবিগঞ্জের বাহুবল, চুনারুঘাট ও মাধবপুর উপজেলা। প্রসঙ্গত, দেশের ১৬৫টি চা বাগানে ১২ টি কেন্দ্রের মাধ্যমে আগামী ১৮ ডিসেম্বর ২ হাজার ৩৩৪ জন বাগানের স্টাফরা ব্যালটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করবেন।
বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
শেয়ার করুন