প্রতিবেদন,আহমেদ এহসান সুমন
পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে আবেদনকারী সংশ্লিষ্ট ইউনিয়ন,পৌরসভা,সিটি কর্পোরেশনের ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা হতে হবে বলা হলেও জনবল নিয়োগে অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। পরিবার পরিকল্পনা জনবল নিয়োগ বিজ্ঞপ্তির ১ ও ২ নং শর্তাবলীতে বলা হয়েছে আবেদনকারী সংশ্লিষ্ট ইউনিয়ন,পৌরসভা,সিটি কর্পোরেশনের ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা হতে হবে।এজন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র ও স্থায়ী বাসিন্দা সনদপত্র মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। অস্থায়ীভাবে বসবাসকারিগণ এই পদে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।পরিবার কল্যাণ সহকারী পদে আবেদনবারীকে অবশ্যই শূণ্য পদের বিপরীতে প্রদর্শিতসংশ্লিষ্ট ইউনিয়নের সংশ্লিষ্ট ইউনিট,ওয়ার্ডের আওতাভুক্ত গ্রাম,পাড়া, মহল্লার স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে পরিবার পরিকল্পনা জনবল নিয়োগে অনিয়ম হয়েছে বলে পরিক্ষায় অংশগ্রহণ করা ঈশিকা গোয়ালা,সপ্না রাণী দাশ,শিউলী বারই,শ্রাবনী কুর্মী জেলা প্রশাসক মৌলভীবাজার,উপ-পরিচালক(পরিবার পরিকল্পনা) মৌলভীবাজার,সিভিল সার্জন মৌলভীবাজার,চেয়ারম্যান ৮নং কালীঘাট ইউনিয়ন বরাবর পরিবার পরিকল্পনা জনবল নিয়োগে বিজ্ঞপ্তির ১ ও ২ নং শর্তাবলী অনুযায়ী অনিয়ম হয়েছে বলে আবেদন করা হয়েছে। পরিক্ষায় অংশগ্রহণকারীরা বলেন, আমরা ৮নং কালীঘাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ৩/খ ইউনিট সোনাছড়া চা বাগান স্থায়ী বাসিন্দা পরিবার কল্যাণ সহকারী শূণ্য পদে আবেদন করি। এবং লিখিত পরিক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরিক্ষায় অংশ গ্রহণ করলে উক্ত ওয়ার্ডের কারও নির্বাচিত না করে কাকিয়াছড়া চা বাগানের ৪নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা কিরন মহান্তীকে নিয়োগ দেয়া হয়েছে । নিয়োগে বিজ্ঞপ্তির ১ ও ২ নং শর্তাবলী অনুযায়ী কিরন মহান্তী ৯নং ওয়ার্ডের ৩/খ ইউনিট এ নিয়োগ পেতে পারেন না। এবিষয়ে জানতে মৌলবীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান কে মুটোফোনে জানান,এ বিষয়ে আমি জানতে পেরেছি। পুলিশকে তদন্তের জন্য জানানো হয়েছে। পুলিশ তদন্ত রিপোর্ট দিলে আমরা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। তবে মৌলভীবাজার জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক খন্দকার মাহবুবুর রহমান বলেন,আমরা অভিযোগ পেয়েছি।প্রাথমিক ভাবে তদন্ত করে যে ব্যবস্থা নেয়ার আমরা সে ব্যবস্থা নিব।
শ্রীমঙ্গলে পরিবার পরিকল্পনা জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ
শেয়ার করুন