প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজার জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্যদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা পরিষদের সভা কক্ষে পুনরায় নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী খোদেজা খাতুন এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের জেলা পরিষদ সদস্য হেলাল উদ্দিন, হাছান আহমদ জাবেদ, বদরুল আলম সিদ্দিকী, জিয়াউর রহমান, হেলেনা চৌধুরী, রাকিবা সুলতানা তালুকদার, শিরিন আক্তার চৌধুরী, মশিউর রহমান রিপন, বদরুল ইসলাম ও আমির উদ্দিন।
জেলা পরিষদের প্রথম সভায় ৭জন পুরুষ সদস্য ও ৩জন নারী সদস্যসহ পরিষদের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন। সভায় সদস্যদের পরিচিতিপর্ব, শুভ কামনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
মৌলভীবাজার জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্যদের প্রথম সভা অনুষ্ঠিত
শেয়ার করুন