মৌলভীবাজারে বাংলাদেশ স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল ও সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজার সদর উপজেলার বাংলাদেশ স্কাউটস এর ত্রৈ-বার্ষিক কাউন্সিল ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে শহরের এম সাইফুর রহমান অডিটরিয়ামে এ ত্রৈ-বার্ষিক কাউন্সিলর ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্কাউটস সভাপতি সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা সাবরীনা রহমান ও বাংলাদেশ স্কাউটস সাধারণ সম্পাদক আশরাফুল আলম শিপন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মো: কামাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কাউট ব্যক্তিত্ব সিলেট অঞ্চলের যুগ্ন সম্পাদক, সৈয়দ মুনিম আহমদ রিমন,
বাংলাদেশ স্কাউটস জেলা কমিশনার মো: খয়রুজ্জামান শ্যামল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুস সামাদ মিয়া, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোতাহার বিল্লাহ, বাংলাদেশ স্কাউটস জেলা সম্পাদক মো: ফয়জুর রহমান, বাংলাদেশ স্কাউটস সদর উপজেলা কমিশনার সেলিনা বেগম।

বিগত ৩ বছরের বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম শিপন ও কমিশনার সেলিনা বেগম।
কাউন্সিল সভায় কমিশনার পদে স্কাউটার খায়রুল আমীন সোহেল এবং সম্পাদক পদে স্কাউটার আশরাফুল আলম শিপন, যুগ্ম সম্পাদক পদে মুর্শেদ মুন্না, কোষাধ্যক্ষ পদে সৈয়দ মুকুল আহমেদ নির্বাচিত হন।

 

শেয়ার করুন