মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলার রাজনগর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন গ্রেপ্তার হয়েছে।
গতকাল(৩ নভেম্বর) রাতে রাজনগর উপজেলার কর্নিগ্রাম এলাকায় রাজনগর থানার এসআই তোফায়েল আহমেদ,এসআই সুলেমান আহমদ, এসআই শওকত মাসুদ অভিযান চালিয়ে ইয়াবাসহ পিন্টু মিয়া (৪৫) নামে একজনকে আটক করে। এসময় আটককৃত পিন্টুর কাছ থেকে ২০০পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ। রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষন রায় জানান, গোপন সুত্রে খবর পেয়ে মাদকসহ আটক পিন্টু মিয়ার বিরুদ্ধে রাজনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ াাদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।