শ্রীমঙ্গলে ৭১টি ফানুস উড়িয়ে একাত্তরের শহীদদের স্মরণ


প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুক্ত আকাশে রঙ-বেরঙের ৭১টি ফানুস উড়িয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় নিহত সকল শহীদদের স্মরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৬ ডিসেম্বর শ্রীমঙ্গল মুক্ত দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন রঙের ৭১টি ফানুস উড়িয়ে একাত্তরের সকল শহীদদের স্মরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন, সহকারী কমিশনার (ভূমি) সন্দীপ তালুকদার সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শেয়ার করুন