ষ্টাফ রিপোর্টার জালালাবাদবার্তা ডটকম
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের প্রবীণ আলেম, সাইটুলা ইসলামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা মুজাহিরুল হক (রহ.) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন), তিনি মঙ্গলবার রাত ৩টায় সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন। বুধবার বাদ বেলা ২টায় পৌর এলাকার কালিঘাট রোডস্থ বাইতুল আমান জামে মসজিদে মরহুমের যানাজার নামাজ অনুষ্টিত হয়। যানাজায় পৌর মেয়র মহসীন সিয়া মধুসহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। পরে উনাকে বিজিবি ক্যাম্প সংলগ্ন কবরস্তানে দাফন করা হয়। মাওলানা মুজাহিরুল হক (রহ.) শ্রীমঙ্গলে সাংবাদিক ও কলামিস্ট, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহযোগী সদস্য এহসান বিন মুজাহির এর পিতা। তিনি করাচি মাদরাসা থেকে ১৩৯১ হিজরিতে দাওরায়ে হাদিস কৃতিত্বের সাথে সম্পন্ন করে হবিগঞ্জের রায়ধর মাদরাসায় শিক্ষকতা শুরু করেন। আশির দশকে তিনি শ্রীমঙ্গলের সাইটুলা এলাকায় ইসলামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাদরাসা প্রতিষ্ঠা করেন এবং প্রায় তিন যুগ মাদরাসার মুহতামিম (প্রিন্সিপাল) এর দায়িত্ব সুনামের সাথে পালন করেন। দীর্ঘ সময় তিনি মাদরাসার খেদমতের পাশাপাশি নানা দ্বীনি খেদমতে নিয়োজিত ছিলেন। উনার মৃত্যুতে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি-সম্পাদকসহ সকল সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন।
শ্রীমঙ্গলের প্রবীণ মাওলানা মুজাহিরুল হক (রহ.) ইন্তেকাল
শেয়ার করুন