প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের অভিযানে দুটি চোরাই গরুসহ দুজন আটক হয়েছে।
মঙ্গলবার রাতে জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বটুলী গ্রামের মো: গিয়াস উদ্দিন এর বাড়ীর গোয়াল ঘর থেকে দুটি গরু উদ্ধার করে পুলিশ। এর সাথে জুড়ী থানার মামলা নং-০৩(১)১৬,৯(৮)২২,৮(১২)২১সহ একাধিক মামলার আসামি বরইতলা গ্রামের কনা মিয়ার ছেলে মো: সালাম মিয়া (৩৫) ও জুড়ী উপজেলার কোনাগাঁও গ্রামের ফজর আলীর আলাউদ্দিন (৩২)। জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, আটককৃতরা গরু দুটি চুরি করে নিয়ে যাবার সময় স্থানীয়রা হাতেনাতে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুজনকে গ্রেপ্তার ও চোরাই গরু দুটি উদ্ধার করেন। আটককৃতদের বিরুদ্ধে জুড়ী থানার মামলা নং- ০২, তারিখ-০৬/১২/২০২২ খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড দায়ের করে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে করাগারে প্রেরণ করা হয়েছে।
মৌলভীবাজারে চোরাই গরু উদ্ধার, আটক ২
শেয়ার করুন