শ্রীমঙ্গলে ৭শত শীতার্ত মানুষের পাশে স্যোসাল এইড

প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগান, বস্তি ও হাওর পাড়ের সাতশত মানুষের মধ্যে বিদেশী কম্বল বিতরণ করা হয়েছে।

শ্রীমঙ্গল ম্যাক বাংলাদেশ এর আয়োজনে ও স্যোসাল এইড এর সহযোগীতায় বুধবার সকালে শ্রীমঙ্গল কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন। এ সময় বক্তব্যদেন কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান সিদ্দিকি,  স্যোসাল এইড এর কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো. বাবুল আক্তার ও প্রজেক্ট ডেভলাপমেন্ট স্পেশালিস্ট মো. ইসহাক মিয়া, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী ও ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ।কমলগঞ্জে কৃষক কৃষাণীদের কে সেচ যন্ত্র, কীটনাশক স্প্রে মেশিন ও শস্য বীজ বিতরণ

 

শেয়ার করুন