শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান


প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর এলাকার ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভা ও প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় শ্রীমঙ্গল পৌরসভা এলাকায় উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসন অভিযানে নামে। এসময় নতুনবাজার সড়কের পাশে ফুটপাত দখল করে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়াও ফুটপাত দখল করে ব্যবসাবানিজ্য না করতে ব্যবসায়ীদের ও সড়কের পশে অবৈধভাবে যানবাহন না রাখতে চালকদের সতর্ক করা হয়। অভিযানে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন,পৌরসভা মেয়র মহসীন মিয়া মধু ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সর্দার উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন বলেন, আমরা কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। পাশাপাশি সবাইকে ক্ষুদ্র ব্যবসায়ীসহ সকলকে সতর্ক করে দিয়েছি। যদি কেউ আবারো ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা তৈরি করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শ্রীমঙ্গল শহরকে ফুটপাতমুক্ত ও যানজটমুক্ত রাখতে আগামীতে এমন আরো অভিযান আরো পরিচালনা করা হবে।

শেয়ার করুন