মৌলভীবাজারে কারিতাস এসডিডিবি প্রকল্পের নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত

প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
কারিতাস সিলেট অঞ্চল এসডিডিবি প্রকল্পের সহযোগিতায় মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয়ে। ত্রৈমাসিক নেটওয়ার্ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেপিও সক্ষমতা প্রকল্প এর সভাপতি মুখলিছুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালক হাবিবুর রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারি উপপরিচালক ছায়েফ উদ্দিন। সভায় অন্যাপন্যলদের মধ্যেপ উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের রেজিস্ট্রেশন র্কমর্কতা স্বপন চন্দ্র কর্মকার, প্রকল্পের ফিল্ড এনিমেটর বনিফাস সরেং ও প্রকল্পের ৭জন সহযোগি সদস্যন।
সভায় প্রতিবন্ধী, প্রবীণদের ভাতাসহ অন্যাহন্যস সরকারি সুবিধা প্রাপ্তি ও করণীয় বিষয়ে আলোচনা করা হয় । এছাড়াও কারিতাস বাংলাদেশ ও এসডিডিবি প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্যন, এলাকার প্রতিবন্ধী ও প্রবীণদের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

শেয়ার করুন