প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক যুবক আটক হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) রাতে গোপন সুত্রে খবর পেয়ে শ্রীমঙ্গল থানার এসআই আনোয়ারুল ইসলাম পাঠান.এসআই সুব্রত দাস ও এএসআই নজরুল ইসলাম অভিযান চালিয়ে শহরের স্টেশন রোডে এলাকার মনির ভেরাইটিজ স্টোরের সামনে থেকে রাসেদ মিয়া (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত রাসেদের কাছ থেকে ১৫পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সর্দার জানান, ইয়াবাসহ আটক যুবকের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক আটক
শেয়ার করুন