শ্রীমঙ্গলে ডিবির অভিযানে বিদেশী মদসহ আটক ২


প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে বিদেশী মদসহ দু’জনকে আটক হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোররাতে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই আজিজুর রহমান নাইমের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি টিম শ্রীমঙ্গলের পুটিয়াছড়া চা বাগানের শামীম আহমদ নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। অভিযানে বাড়ির মালিক শামীম আহমেদ ও জামান আহমেদ কে দিশেী মদসহ আটক করা হয়। আটকৃত দুইজনের হেফাজত থেকে ৩৭ বোতল বিদেশী মদ উদ্ধার করেন ডিবি সদস্যরা। উদ্ধার করা বিদেশী মদের বাজার মূল্য ৬৫ হাজার ২০০ টাকা বলে জানায় জেলা ডিবি কার্যালয়। জেলা গোয়েন্দা শাখার এসআই আজিজুর রহমান নাইম জানান, গোপন সোর্সের মাধ্যমে জানতে পেরে শ্রীমঙ্গল থানার রাজঘাট ইউনিয়নের পুটিয়াছড়া চা বাগানের শামীম নামের একজন ব্যক্তি ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় মদ তার বাড়িতে রেখে বিক্রির জন্য মজুদ রেখেছে। এই সংবাদের ভিত্তিতে মাদক কারবারি শামীমকে আটক করে জিজ্ঞাসাবাদে সে জানায় তার চাচাতো ভাই জামান আহমেদের কাছেও কিছু ভারতীয় মদ রয়েছে। শামীমের কথামতো জামান আহমেদের বাড়িতে অভিযান পরিচালনা করে ঘরের শোকেজের ভেতর একটি রাখা ১০ বোতল ভারতীয় মদসহ জামান আহমদকে আটক করা হয়। আটককৃত দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করা হয়েছে।

শেয়ার করুন