প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের কুলাউড়ায় চোরাই ছাগলসহ ৩জনকে আটক করেছে পুলিশ। এসময় ছাগল চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকসা উদ্ধার করে পুলিশ।
শুক্রবার দুপুরে কুলাউড়া থানার এসআই আব্দুর রহিম জিবান ও স্থানীয়দের সহযোগিতায় কুলাউড়া উপজেলার লংলা খাস ভেলিক্লাব রাবার বাগান থেকে চুরি করে পালানোর সময় উপজেলার দক্ষিণ হিঙ্গাজিয়া চৌমুহনী থেকে দুটি ছাগল ও ছাগল চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকসাসহ ৩জনকে আটক করেন। আটককৃতরা হলেন, পারভেজ আহমদ পাবেল (২৩), মো: হান্নান (২৫) ও তাজুল মিয়া (২৪)। পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা সিএনজিতে ছাগল দুটির মালিকানা সম্পর্কে কোনো কিছু জানাতে পারেনি। পরে পুলিশ ছাগলের মালিকানা যাচাই করে জানতে পারে, উদ্ধারকরা ছাগল দুটি উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লংলা খাসগ্রামের খুরশেদ আলীর স্ত্রী লাভলী আক্তারের। পরে ছাগলের মালিক লাভলী আক্তার বাদী হয়ে কুলাউড়া থানায় ছাগল চুরির অভিযোগ এনে অভিযোগ দায়ের করেন। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক জানান, ছাগল দুটির প্রকৃত মালিক থানায় অভিযোগ দায়ের করলে ছাগল চুরির অপরাধে আটক ৩জনকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মৌলভীবাজারের কুলাউড়ায় চোরাই ছাগলসহ আটক ৩
শেয়ার করুন