মৌলভীবাজারে বিজিবি শ্রীমঙ্গল সেক্টর ও শ্রীমঙ্গল ব্যাটালিয়নের উদ্যোগে বিনামুল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও শীতবস্ত্র বিতরন

 

প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:

মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় বিজিবি শ্রীমঙ্গল সেক্টর ও শ্রীমঙ্গল ব্যাটালিয়নের উদ্যোগে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। একই সাথে সহস্রাধিক দুঃস্থদের মধ্যে বিতরন করা হয়েছে শীতবস্ত্র।আয়োজন করা হয় খেলাধুলা ও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের। মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার ও শনিবার দুদিন ব্যাপী কর্মসূচীর আওতায় শুক্রবার সকাল থেকে রাতওবধি শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার কালীঘাট, কুরমা, চাম্পারায়, বাঘিছড়ি ও ডেবলছড়া বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে শ্রীমঙ্গল ব্যাটেলিয়ান (৪৬বিজিবি) এর আওতাধীন হোসনাবাদ চা বাগানে ৬শত গরীব দুঃস্থ পরিবারের মাঝে শীত বস্ত্র(কম্বল) বিতরণ করা হয়।  পাশাপাশি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সমন্বয়ে শ্রীমঙ্গল উপজেলার অন্তর্গত কালীঘাট বিওপির অধিন হোসেনাবাদ প্রাথমিক বিদ্যালয়ে ২৩১ জন গরিব ও দু:স্থ জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ শ্রীমঙ্গল সেক্টর এর সেক্টর কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন  শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ মিজানুর রহমান শিকদার বিএসপি,পিএসসি,জি।  এছাড়াও সকাল থেকে রাতওবধি  শ্রীমঙ্গল ব্যাটেলিয়ান (৪৬বিজিবি) এর দায়িত্বপূর্ণ  অনান্য এলাকায় ১৩৯৮জন গরিব ও দুঃস্থ জনসাধারণের মাঝে বিনামূলে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়। রাতে মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়াও ছাত্র ছাত্রীদের অংশগ্রহনে মুক্তযুদ্ধ বিষয়ক আলোচনা সভা, রচনা প্রতিযোগীতা, কবিতা আবৃতি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন