মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গোপন সুত্রে খবর পেয়ে মসলার কারখানায় অভিযান চালিয়ে মসলায় কেমিক্যাল ও রং মিশিয়ে ভেজাল করার অভিযোগে দুটি মসলা মিল কতৃপক্ষকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়।
রোববার (১৮ ডিসেম্বর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো:আল-আমিন এর নেতৃত্বে র্যাব-৯ ফোর্সে এর সহযোগিতায় শ্রীমঙ্গল উপজেলার সোনার বাংলা রোড ও নতুনবাজারের বিভিন্ন মশলার মিলে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে নতুনবাজারে অবস্থিত সুরমা মশলা মিলকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এছাড়াও নতুনবাজারে অবস্থিত নিউ জননী ষ্টোরের মালিক সুরমা মশলার মিলের কর্মচারীকে দিয়ে রং ও চালের গুঁড়া মিশিয়ে মশলার গুণগত মান নষ্ট করেন। পরবর্তীতে নিউ জননী ষ্টোরে রং মিশ্রিত মশলা পাওয়া যায় এবং তারা অপরাধ স্বীকার করায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। সহকারী পরিচালক মো: আল-আমিন জানান, শ্রীমঙ্গলের বিভিন্ন মসলা কারখানার বিরুদ্ধে মসলায় ভেজাল করার অভিযোগ পেয়ে গত ৬ ডিসেম্বর ভোক্তা কার্যালয়ে শ্রীমঙ্গলের ৯টি মসলা কারখানার মালিকদের ডেকে এনে সতর্ক করা হয়েছিলো। তখন মিল মালিকরা প্রতিশ্রæুতি দিয়েছিলেন মসলায় কোনো ধরণের ভেজাল করবেনা। এর পর আজ গোপন সুত্রে খবর পেয়ে মসলায় রং মিশানোর প্রমাণ পাওয়ায় দুটি প্রতিষ্টানকে ভোক্তা আইনে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি দুইটি প্রতিষ্ঠানের ব্যবসায়ী কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
মৌলভীবাজারে মরিচের গুড়ায় ভেজাল মেশানোর অভিযোগে দুই প্রতিষ্টানকে জরিমানা
শেয়ার করুন