জুড়ী থেকে নিখোঁজ তরুণী চট্রগ্রামের ডবলমুরিং থেকে উদ্ধার


প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের জুড়ী থেকে নিখোঁজ এক তরুণীকে চট্রগ্রামের ডবলমুরিং থেকে উদ্ধার করেছে জুড়ী থানা পুলিশ।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) জুড়ী থানার এসআই খসরুল আলম বাদল এর নেতৃত্বে জুড়ী থানা পুলিশের একটি চৌকস দল চট্রগ্রাম জেলার ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে নিখোঁজ তরুণীকে উদ্ধার করে জুড়ী থানায় নিয়ে আসেন। পুলিশ জানায়, গত ১৪ ডিসেম্বর জুড়ী থেকে নিখোঁজ তরুণীর পিতা জুড়ী থানায় একটি সাধারণ ডায়রী করেন। এর পর থেকে পুলিশ তথ্যপ্রযুক্তির সাহায্যে নিখোঁজ তরুণীকে উদ্ধারে মাঠে নামে। নিখোজঁ তরুণীকে খোঁজতে জুড়ী থানার এসঅই ফরহাদ হোসেনের নেতৃত্বে অপর একটি রাজধানী ঢাকার ডিএমপি কদমতলী থানা সহ ডিএমপি’র বিভিন্ন স্থানে অভিযান চালায়। জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গত ১৪ ডিসেম্বর ঝিনুক সুত্রধর নামের এক তরুণী জুড়ী থেকে নিখোঁজ হয়। এ বিষয়ে নিখোঁজ ঝিনুক সুত্রধরের পিতা বীর মুক্তিযুদ্ধা শ্রী ললীত সুত্রধর জুড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে নিখোঁজ তরুণীকে নিখোঁজের ৬দিন পর চট্রগ্রামের ডবলমুরিং থেকে উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ঝিনুক সুত্রধরকে নারী শিশু হেল্প ডেস্কের মাধ্যমে তার পিতার জিম্মায় বুঝিয়ে দেয়া হয়।

শেয়ার করুন