মৌলভীবাজারের রাজনগরে সম্পতি আত্মসাৎ করতে রুহুল (৪০) নামের এক যুবককে পাগল আখ্যা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় স্বজনেরা। মঙ্গলবার রাজনগর থানার সামনে পাগলের মতো ঘুরাঘুরি করতে দেখে রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় রুহুলকে থানায় নিয়ে এসে জিঞ্জাসাবাদে বিষয়টি পুলিশ জানতে পারে। পরে রুহুলের বাড়িঘর ও আত্মীয় স্বজনকে খোঁজে বের করতে এসআই নুর উদ্দিনকে নির্দেশ দেন ওসি বিনয় ভূষণ রায়। এসআই নুর উদ্দিন উপজেলার মশুরিয়া গ্রামে রুহুল মিয়ার আত্মীয় স্বজন খুঁজে বের করেন।
পরে পুলিশ রুহুলের গ্রামে গিয়ে রুহুলের স্বজন ও স্থানীয় গ্রামবাসীদের নিয়ে আলাপ আলোচনা করে বিষয়টি সুরাহা করে পুলিশ রুহলকে তাঁর স্বজনের কাছে ফিরিয়ে দেয়। পুলিশ স্থানীয় লোকজন ও রুহুলের আত্মীয় স্বজনদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে রুহুলের এই পরিস্থিতির পেছনে মূল কারণ সম্পত্তি। তার আপনজনেরাই সম্পত্তির ভাগ বাটোয়ারা সংক্রান্ত বিষয়ে রুহুলকে কৌশলে পাগল সাজিয়ে বাড়ি থেকে বের করে দেয়। রাজনগর থানার অয়িসার ইনচার্জ বিনষ ভূষণ রায় জানান, এলাকার লোকজন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সামনে রুহুলকে তার পরিবার গ্রহণ করেছে। রুহুলের শারীরিক চিকিৎসা করাবেন বলে পরিবারের সদস্যরা আশ^স্ত করেছেন।
সম্পত্তি আত্মসাৎ করতে রুহুলকে পাগল বানিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয় স্বজনরা
শেয়ার করুন