কমলগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার


প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজার জেলার কমলগঞ্জে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা পুলিশ।
বুধবার (২১ ডিসেম্বর) রাতে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেন (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেন কমলগঞ্জ থানার এসআই অনিক রঞ্জন দাস ও এএসআই মনির হোসেন। এসময় আটককৃত মাদক কারবারির কাছ থেকে ৩৫০গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। আটককৃত মাদক কারবারি আনোয়র হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নবীপুর গ্রামে।
কমলগঞ্জ থানার এসআই অনিক রঞ্জন দাস জানান, আটক মাদক কারবারি আনোয়ার হোসেন বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে মাদক সেবীদের কাছে বিক্রি করে আসছিলো। আটকের পর তার বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার বিজ্ঞ াাদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন