প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
শ্রীমঙ্গলের সুপরিচিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাইতুল আমান দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা- ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ ডিসেম্বর) মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে আয়োাজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. শাহিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, পৌর কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ, কাউন্সিলর হানিফ চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর জিনু মিয়া।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী, এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।