প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরীূ:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানান অনুষ্টানের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন।
রবিবার (২৫ ডিসেম্বর) সকালে শ্রীমঙ্গল শহরের ক্যাথলিক মিশনে কেক কাটা, মোমবাতি প্রজ্বলন, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান আয়োজনে দিনটি উদযাপন করা হয়। বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের অনুষ্ঠানে শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ উপস্থিত থেকে বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারা আলী রাজিব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার। এছাড়াও যুবলীগ নেতা আবু তালেব বাদশা, ছাবের হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবেদ হোসেন সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়াও বড়দিন উপলক্ষে গতকাল রাতে উপজেলার হরিণছড়া চা বাগানে খ্রিস্টান ধর্মাবলম্বীদেও শুভেচ্ছা বিনিময় ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, ফিনলে কোম্পানির ডিনষ্ঠন ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার হুমায়ূন কবির, খ্রিস্টান ধর্মালম্বীদের পাল পুরোহিত ফাদার নিকুলার্স বাড়ৈই সি এস সি উপস্থিত ছিলেন। বড়দিনের শুভেচ্ছা বিনিময় শেষে বড়দিন উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০০টি কম্বল বিতরণ করা হয়।