শ্রীমঙ্গলে আলোয় আলো প্রকল্পের ইসিডি সেন্টার উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইসিডি সেন্টার (শিশু কানন) এর শুভ উদ্ভোধন করা হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে বেসরকারি উন্নয়ন সংস্থা এমসিডার আয়োজনে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের বরুনা এলাকায় আলোয় আলো প্রকল্পের ইসিডি সেন্টার (শিশু কানন বরুনা জিরা মেম্বারের বাড়ি) এর শুভ উদ্বোধন করা হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত শ্রীমঙ্গল ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, এমসিডা’র প্রধান নির্বাহী মো: তহিরুল ইসলাম মিলন, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য মো: মশিউর রহমান রিপন। এছাড়াও কালাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য আব্দুল মতিন মিয়া, ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মো: মনির মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন