শ্রীমঙ্গলে ইয়াবাসহ একাধিক মামলার আসামি পিচ্চি সোহেল গ্রেপ্তার

প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে শ্রীমঙ্গল থানার এসআই আমিনুল ইসলাম অভিযান চালিয়ে শহরের পৌর এলাকার জালালিয়া সড়ক থেকে ইয়াবাসহ মাদক কারবারি মালেক হোসেন ওরফে পিচ্চি সোহেল (২৯),কে আটক করেন। আটকের পর সোহেলের শরীর তল্লাসী করে তাঁর কাছ থেকে ৩০পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ।

শ্রীমঙ্গল থানার এসআই আমিনুল ইসলাম জানান, ইয়াবসাহ আটক পিচ্চি সোহেল শ্রীমঙ্গলের জালালিয়া রোডের মৃত আনিছ রহমানের ছেলে। সে শ্রীমঙ্গল শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুধবার ২৮ ডিসেম্বর সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন