শ্রীমঙ্গলে মুসলিম হ্যান্ডস এর ১০০ নলকুপ স্থাপন কাজের উদ্বোধন


প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে সামাজিক সংগঠন মুসলিম হ্যান্ডস এর উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে পানি সমস্যা সমাধানে ১০০টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের হল রুমে মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে কান্ট্রি ম্যানেজার মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী’র সার্বিক তত্ত্বাবধানে ১০০ টি অগভীর টিউবওয়েল স্থাপন কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম হ্যান্ডস ইস্টারন্যাশনাল এর রিজিওনাল প্রেগ্রাম অফিসার ফুয়াদ আহমদ তায়েফ। সদর ইউনিয়নের চেয়ারম্যান মো: দুধু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর পরিদর্শক মাওলানা কাজী মো: আব্দুল মুছাব্বির, শ্রীমঙ্গল উপজেলা আল ইসলাহ’র সভাপতি ও ডোবাগাঁও বাহরুল উলুম দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত সুপার আলহাজ্ব মাওঃ আ.ছ.ম মুজিবুর রহমান আল মাদানী, লতিফিয়া ক্বারী সোসাইটি শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা কাজী মো: নাছির উদ্দিন, লতিফিয়া ক্বারী সোসাইটি শ্রীমঙ্গল উপজেলা সাধারণ সম্পাদক ও আশিদ্রোন ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মাওলানা মো: আব্দুল আহাদ, শ্রীমঙ্গল পৌর আল ইসলাহ’র সাধারণ সম্পাদক এবিএম শামসুদ্দোহা, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স সিলেট ডিভিশন এর জিএম- এইচ. এম ইয়াকুব চৌধুরী, ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড এর পরিদর্শক হাফিয মাওঃ কামরুল হাসান ইমরান, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও আল ইসলাহ তালামীয নেতৃবৃন্দ সহ উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মুসলিম হ্যান্ডস সংস্থাটি ১৯৯৩ সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৫ সালে প্রখ্যাত ওলীয়ে কামিল হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী’র তত্ত্বাবধানে বাংলাদেশে এর কার্যক্রম শুরু হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে আর্ত মানবতার সেবায় বিভিন্ন এলাকায় হতদরিদ্রদের ঘরবাড়ি নির্মাণ, গভীর নলকূপ স্থাপন, বিভিন্ন দূর্যোগকালীন সময়ে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদানসহ বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।

শেয়ার করুন