এবি ব্যাংক শ্রীমঙ্গল শাখার গ্রাহক সচেতনতা সভা অনুষ্টিত


প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা শাখা এবি ব্যাংক লিমিটেড কতৃপক্ষ ২০২২ সালের শেষ কর্ম দিবসে স্থানীয় গ্রাহকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে মতবিনিময় সভা করেছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় এবি ব্যাংক শ্রীমঙ্গল শাখা গ্রাহক সচেতনতা কর্মসূচির আওতায় এ সভা আয়োজন করে ব্যাংক কতৃপক্ষ।
সভায় এবি ব্যাংক শ্রীমঙ্গল শাখা ব্যবস্থাপক এস. এম সুজ্জাদ আলীর সভাপতিত্বে ও সহকারী শাখা ব্যবস্হাপক মো. মুনিম আহমদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ব্যাংকের গ্রাহক দৈনিক যুগান্তরের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিন, প্রতিদিনের সংবাদ পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি আব্দুস শুকুর, জবাব দিহি পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি ব্যবসায়ী শামসুল ইসলাম শামিমসহ ব্যাংকের বিভিন্ন গ্রাহক, ব্যবসায়ী ও এবি ব্যাংক শ্রীমঙ্গল শাখায় কর্মরত কর্মকর্তাবৃন্দ পরামর্শমূলক বক্তব্য রাখেন।

শেয়ার করুন