প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে বছরের প্রথম দিন উৎসবমুখর পরিবেশে বই উৎসব উদযাপন করা হয়েছে।
রোবার (১ জানুয়ারি) দুপুর বেলা পৌর এলাকার ২নং ওয়ার্ডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে পাঠ্যপুস্তক বিতরণ ২০২৩ উদযাপিত হয়। স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর মো: আব্দুল জব্বার আজাদ। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসমাইল মাহমুদের সভাপতিত্বে এবং স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক এহসান বিন মুজাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের অভিভাবক বিজিবি সদস্য শামছুদ্দিন আহমেদ ওবিজিবি সদস সিরাজুল ইসলাম। সহকারী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক ফয়েজ শাহ জিলানী, সহকারী শিক্ষক মাহতাব আলম তানভীর, বিষ্ণু মালাকার, শর্মী রানী ঘোষ, জয়া রবি দাস, ফেরদৌসি করিম, মাহমুদা আক্তার, নিপা আক্তার, তাসলিমা আক্তার চৈতী, মুক্তি কানু। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ২০১৭ সালে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল প্রতিষ্ঠালাভ করে সকল পিইসি, জেএসসি, এসএসসিসহ সকল বোর্ড পরীক্ষায় জিপিএ-৫, ট্যালেন্টপুল বৃত্তি, সাধারণ বৃত্তিসহ শতভাগ পাশ করার রেকর্ড অর্জন করে।
বছরের প্রথম দিনে উৎসব আমেজে বই বিতরণ হয়েছে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে
শেয়ার করুন