প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারে পুলিশের অভিযানে ডাবল ওয়ারেন্টভূক্ত ও মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩১ ডিসেম্বর) রাতে মৌলভীবাজার সদর থানার এএসআই মাহবুবুল আলম ও এএসআই সাঈদ হোসেন অভিযান চালিয়ে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের কালিয়ারগাঁও এলাকা থেকে ইয়াবাসহ ২টি চুরি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি কুখ্যাত চোর নুরুল ইসলাম (২৮),কে গ্রেপ্তার করেন। এসময় আটক নুরুলের কাছ থেকে ১৬পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ। সদর থানার এএসআই মাহবুবুল আলম জানান, আটককৃত নুরুল ইসলাম একজন চিহ্নিত চোর এবং মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ছয়টি চুরি এবং চারটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। রোববার ১ জানুয়ারি সকালে আসামিকে বিজ্ঞ মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ওপরদিকে চুরি করে পালানোর সময় স্থানীয়দের হাতে আটক হয় এক মোটর সাইকেল চোর। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ মোটর সাইকেল চোরকে আটক করে শ্রীমঙ্গল থানা পুলিশ। আটককৃত মোটরসাইকেল চোরের নাম হাবিবুর রহমান। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গত ৩০ ডিসেম্বর বিকেলে শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারের মো: মুস্তাকিন মিয়ার মোটরসাইকেল ওয়ার্কসপ দোকানের সামনে রাস্তা থেকে তার ব্যবহৃত একটি ঊগগঅ ১০০সিসি মোটরসাইকেল চুরি করে পালানোর সময় এলাকার লোকজন মোটরসাইকেলসহ মো: হাবিবুর রহমানকে (২২) আটক করেন। সংবাদ পেয়ে শ্রীমঙ্গল থানার এসআই আনোয়ারুল ইসলাম পাঠান সঙ্গীয় ফোর্সসহ ভৈরবগঞ্জ বাজাওে গিয়ে মোটরসাইকেল জব্দ ও চোরকে গ্রেপ্তার করেন।