শ্রীমঙ্গলে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বই বিতরণ

প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীমঙ্গলে বই উৎসব অনু্ষ্িঠত হয়েছে। রোববার (১ জানুয়ারী) সকালে শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল থেকেই ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষা বিভাগের কর্মকর্তারা উৎসবে মিলিত হন। মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে ছাত্র-ছাত্রীদের মধ্যে নতুন পাঠ্যপুস্তক বিতরন করেন।

উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে বই বিতরণী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমদ, উদয়ন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী দাশ, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার প্রমুখ। মৌলভীবাজার জেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন। প্রসঙ্গত: শ্রীমঙ্গল উপজেলায় মাধ্যমিকে ৩ লাখ ৯৭ হাজার ৭৭২ টি এবং প্রাথমিকে ১ লাখ ৯৪ হাজার ১১২ টি বই বিতরন করা হয়েছে।

 

শেয়ার করুন