সিলেট ‘ল কলেজে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত

প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
নানা আয়োজনের মধ্যদিয়ে সিলেটের ঐতিহ্যবাহী সিলেট ‘ল কলেজে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট ‘ল কলেজ শাখার উদ্যোগে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়েছে।
বুধবার রাত আটটায় অনুষ্ঠান মালার উদ্বোধন করেন সিলেট ‘ল কলেজের অধ্যক্ষ মহসীন আহমদ। সিলেট ‘ল কলেজ ছাত্রলীগ সভাপতি আবু নাহিদ সোহান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হোসেন আল আমিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা।
অনুষ্ঠানের ২য় পর্বে রাত ১০ টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় কনসার্ট ও নৃত্যানুষ্ঠান। কনসার্টে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী পাগলা হাসানসহ সিলেটের নামকরা শিল্পীরা।
বৃহস্পতিবার বিকেলে শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হয় শীতবস্ত্র।

 

শেয়ার করুন