প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক যুবক আটক হয়েছে।
শনিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার এসআই রকিবুল হাসান, এসআই সাইফুল ইসলাম, এসআই আনোয়রুল ইসলাম পাঠান, এএসআই হান্নানসহ পুলিশের একটি অভিযান চালিয়ে শহরের পৌর এলাকার মিশন রোডের জনৈক আব্দুল মুহিতের বাড়ির একটি ঘর তল্লাশী করে ৬০পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ। এসময় ১১টি মাদক মামলার আসামি শ্রীমঙ্গলের কুখ্যাত মাদক কারবারি আলী হোসেন পাপ্পু (৩০)কে আটক করে পুলিশ। আটকৃত মাদকের অনুমানিক বাজার মূল্য ১৮ হাজার টাকা বলে পুলিশ জানায়। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সরদার জানান, মাদকসহ আটক আলী হোসেন পাপ্পু শ্রীমঙ্গলের চিহ্নিত একজন মাদক কারবারি। সে দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে শ্রীমঙ্গলে বিক্রি করে আসছিল। আটককৃত পাপ্পুর বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় ১১টি মামলা দায়েরকৃত ছিল। রোববার সকালে তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
শ্রীমঙ্গলে ১১ মাদক মামলার কুখ্যাত মাদক কারবারি পাপ্পু গ্রেপ্তার
শেয়ার করুন