প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রতি বছরের ন্যায় ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে দুই শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাব মাঠে শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে ও প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাক্ষ্য ড. মো: আব্দুস শহীদ। শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী’র সভাপতিত্বে ও ক্রীড়া সম্পাদক মামুন আহমেদ এর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল। এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে দুই শতাধিক দঃস্থদের মাঝে কম্বল বিতরণ
শেয়ার করুন