শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে দুই শতাধিক দঃস্থদের মাঝে কম্বল বিতরণ


প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রতি বছরের ন্যায় ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে দুই শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাব মাঠে শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে ও প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাক্ষ্য ড. মো: আব্দুস শহীদ। শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী’র সভাপতিত্বে ও ক্রীড়া সম্পাদক মামুন আহমেদ এর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল। এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন