মৌলভীবাজারে পুলিশের অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:

মৌলভীবাজার মডেল থানা পুলিশের অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার হয়েছে।

গতকাল শনিবার রাতে মৌলভীবাজার সদর মডেল থানার অন্তর্গত শেরপুর পুলিশ ফাড়ির এএসআই মোশাহিদ কামাল সহ পুলিশ অভিযান চালিয়ে শেরপুর মাছের মেলায় অভিযান চালিয়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সুমন মিয়াকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত সুমন মিয়া সদর উপজেলার দাউদপুর গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে। শেরপুর ফাড়ি পুলিশের এএসআই মোশাহিদ কামাল জানান, আটক সুমন মিয়া মৌলভীবাজার সদর মডেল থানার ২০০৯ সালের দ্রুত বিচার আইন- ২০০২ এর ৪ (১) ধারার একটি মামলায় ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশপ্রাপ্ত আসামি হয়ে পলাতক ছিল। আটককৃত আসামিকে মডেল থানায় হস্তান্তরের পর আইনি ব্যবস্থা শেষে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন