বনে প্রাণিদের খাদ্য সংকঠের কারণে বন্যপ্রাণিরা বন ছেড়ে লোকালয়ে ছুটে আসছে। গতকাল একটি বানর শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডের আব্দুল্লাহ বিজনেস পার্কের ব্যবস প্রতিষ্টানে ঢুকে পড়ে। পরে অনেকেই বানটিকে কলা দিয়ে অপ্যায়নের ব্যবস্থা করেন। অবিকল মানুষের মত কলার খোসা ছাড়িয়ে বানরের কলা খাবারের দৃশ্যটি অবলোকন করেন।
শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোড থেকে ছবিটি ক্যামেরা বন্দি করেছেন আমাদের প্রতিনিধি এম.মুসলিম চৌধুরী: