মৌলভীবাজারে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ৩


প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:

মৌলভীবাজার সদর মডেল থানা ও কুলাউড়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩জন আটক আটক হয়েছে।
রোববার (২৯ জানুয়ারি) মধ্যরাতে অভিযানে মৌলভীবাজার সদর মডেল থানার এএসআই আনোয়ার হোসেন হোসেন এর নেতৃত্বে মৌলভীবাজার সদর উপজেলার নজিরাবাদ ইউনিয়নের আটঘর এলাকার মানিকপুর গ্রামে অভিযান চালিয়ে জনৈক ময়না মিয়ার বাড়ি থেকে রমজান মিয়া ও মুজিব মিয়াকে গ্রেপ্তার করেন। আটককৃতদের কাছ থেকে ৩২পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ। অপর এক অভিযানে কুলাউড়া থানার এসআই পরিমল চন্দ্র দাস এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শনিরবাজার এলাকার রোমান ব্যাটারি এন্ড মাইক সার্ভিস নামক দোকানের সামনে থেকে ইয়াবাসহ সিপন রহমান নামের এক যুবককে গ্রেপ্তার করেন। আটককৃত সিপন রহমানের কাছ থেকে ৫০পিছ ইয়াবা উদ্ধার করেন পুরিশ সদস্যরা। রোববার ২৯ জানুয়ারি সকালে আটককৃতদের বিরুদ্ধে স্ব-স্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন