শ্রীমঙ্গলে প্রীতি ফুটবল ম্যাচ সবুজবাগ ব্যবসায়ী সমিতি বিজয়ী


মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সবুজবাগ ব্যবসায়ী সমিতি ও ঘাস ব্যবসায়ী সমিতির মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়েছে। খেলায় ঘাস ব্যবসায়ী দলকে হারিয়ে সবুজবাগ ব্যবসায়ী সমিতি বিজয়ী হয়। পরে বিজয়ী দলকে একটি গাভি ও রানার্স আপ দলকে একটি খাসি পুরস্কার দেওয়া হয়।
শুক্রবার (৩ ফেব্রæয়ারি) বিকেল ৪টায় পশ্চিম শ্রীমঙ্গল লালবাগ আবাসিক এলাকার খেলার মাঠে সবুজবাগ ব্যবসায়ী সমিতি ও ঘাস ব্যবসায়ীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়। খেলায় ঘাস ব্যবসায়ীদের ২/০ গোলে হারিয়ে সবুজবাগ ব্যবসায়ী সমিতি জয়লাভ করে। সবুজবাগ ব্যবসায়ী সমিতির পক্ষে প্রথম গোলটি করেন মোকাজ্জল ইসলাম, দ্বিতীয় গোলটি করেন সুর্য বৈদ্য। খেলার শেষ পর্যায়ে ঘাস ব্যবসায়ীদের পক্ষে একটি গোল হওয়ার সম্ভাবনা থাকলেও ঘাস ব্যবসায়ীর খেলোয়াড়ের করা কিকটি বলটি হ্যান্ডবল হয়। খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মহসিন আহমদ। এসময় উপস্থিত ছিলেন পশ্চিম শ্রীমঙ্গলের মুরব্বী আজম আলী, রাজ আলী, কায়েছ মিয়া, সাংবাদিক সুলতান মাহমুদ, ঝিনুক মিয়া, ইসমাইল তালুকদার, মুহিত ভান্ডারী প্রমূখ। খেলাটি পরিচালনা করেন রুহেল মিয়া। স্থানীয় কয়েক হাজার দর্শক আকর্শনীয় প্রীতি ফুটবল ম্যাচটি উপভোগ করেন। বিজয়ী টিমকে একটি গাভি ও রানার্স আপ দলকে একটি খাসি উপহার দেওয়া হয়।

 

শেয়ার করুন