ছাতকে সরকার বিরোধী বক্তব্যের প্রতিবাদ করায় যুবলীগ নেতার উপর হামলায় মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের ছাতকে সরকার বিরোধী বক্তব্য দেয়ার অভিযোগ এনে মসজিদের খতিব মাওলানা আব্দুস ছালাম আল মাদানীসহ ৫ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ছাতক থানায় মামলাটি (নং-১৪) রেকর্ড ভুক্ত হয়েছে।

ছাতক থানায় এই মামলা দায়ের করেছেন উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দগঞ্জ নতুন বাজার এলাকার বাসিন্দা মৃত দরাছত আলীর ছেলে যুবলীগ নেতা কাওছার আহমদ।

মামলার আসামীরা হলেন, গোবিন্দগঞ্জ নতুন বাজার জামে মসজিদের খতিব ও গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস ছালাম আল মাদানী, বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের খুজারপাড়া গ্রামের মৃত কমর উদ্দিনের ছেলে মোখতার আলী, পাঠানের গাঁও গ্রামের মাহমুদ আলীর ছেলে মোজাহিদ, ছাতক উপজেলার  ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের শিবনগর গ্রামের আপ্তাব উদ্দিনের ছেলে আব্দুল মগনী এবং  গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বেরাজপুর গ্রামের আমির আলীর ছেলে মতিউর রহমান। তারা সকলেই জামাতের নেতা।

মামলা সুত্রে জানা যায়, আসামি মাওলানা আব্দুস ছালাম আল মাদানী জামাতের একজন বড় মাপের নেতা ও গোবিন্দগঞ্জ নতুন বাজার জামে মসজিদের খতিব।

জানা যায়, গত ২৭ জানুয়াররি (শুক্রবার) জুম্মার নামাজের পূর্বে মসজিদে সরকারি শিক্ষানীতি বিষয়ে সরকার ও সরকার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে অশালীন, কুরুচীপূর্ন ও আপত্তিকর বক্তব্য প্রদান করেন মাওলানা আব্দুস ছালাম আল মাদানী। এক পর্যায়ে তিনি বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অশ্লীল ও বিরূপ মন্তব্যসহ সরকার বিরোধী বক্তব্য প্রদান করলে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়।

এসময় মামলার বাদী কাওছার আহমদ মসজিদের মত জায়গায় এমন বয়ানের প্রতিবাদ জানালে তিনি আরো ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে পবিত্র জুম্মার নামাজ শেষে পূর্ব পরিকল্পিতভাবে খতিব মাওলানা আব্দুস ছালাম আল মাদানীর নির্দেশে মসজিদে কাওছার আহমদের উপর হামলা চালানো হয়।

শেয়ার করুন