মৌলভীবাজার কচুয়া প্রাথমিক বিদ্যালয়ের ১২৭ বছর পুর্তিতে মিলন মেলা


প্রতিবেদন,মো: কাওছার ইকবাল:
মৌলভীবাজার জেলার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২৭ বছর পুর্তি উপলক্ষে স্থানীয় শিক্ষানুরাগী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে মিলন মেলা অনুষ্টিত হয়েছে।
শনিবার (৪ ফেব্রæয়ারি) দুপুরে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২৭ বছর পুর্তি উৎসব অনুষ্টানের আলোচনা সভায় কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো: গোলাম মোস্তফা রসভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরিফ উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মোতাহার বিল্লা, সহকারী শিক্ষা অফিসার আরতি ব্যানার্জি, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউর রহমান টিপু, ৬নং একাটুনা ইউ.পি চেয়ারম্যান আবু সুফিয়ান, কচুয়া প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ফয়জুল হক তরফদার। স্কলের ভূমিদাতা মরহুম আদুর রশিদ এর পরিবার পক্ষ থেকে বক্তব্য রাখেন ইউকে প্রবাসী মুমিনুর রহমান কিবরিয়া। ভিডিও কনফারেস-এর বক্তব্য রাখেন কচুয়ার কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী ড. পারভেজ হারিস পিকুল। উপস্থিত ছিলেন আব্দুল মান্নান, মো: দুরুদ মিয়া, মো: আসাব মিয়া, মো: সাইফ উদ্দিন, মো: সিরাজুল ইসলাম, শাহ গিয়াস উদ্দিন, লিলা রাণী, মুজিবুর রহমান, নাজমুল ইসলাম প্রমূখ। প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নীপা আক্তার। দীর্ঘ ২২ বছর দ্বায়িত্ব পালনকারী প্রধান শিক্ষক লিলা রানী বর্ণাকে বিদায় সংবর্ধনা উপলক্ষে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, শিক্ষকমন্ডলী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। বিদ্যালয়টি ১৮৯৬ সালে কচুয়া এলাকার শিক্ষানুরাগী দানশীল ব্যাক্তিদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।

শেয়ার করুন