বাফুফে এফসি এ ডিপ্লোমা কোচিং সাটিফিকেট প্রাপ্তিতে মো: ইকরামুর রহমান রানাকে স্বার্ণালী সংবর্ধনা


মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কৃতি সন্তান সাবেক জাতীয় ফুটবলার ও শ্রীমঙ্গল ফুটবল একাডেমীর পরিচালক ও প্রশিক্ষক মো: ইকরামুর রহমান রানাকে স্বর্ণালী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (৬ ফেব্রয়ারি) রাত ৮টায় স্থানীয় একটি রেষ্টুরেন্টে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোর্স অফ লার্নিং ও মেন্টরিং প্রোগ্রাম থেকে বাফুফে, এফসি এ ডিপ্লোমা কোচিং সাটিফিকেট প্রাপ্তিতে এ স্বার্ণালী সংবর্ধনা প্রদান করা হয়।

প্রাক্তন ফুটবলার পিযুষ কান্তি দাশ এর সভাপতিত্বে ও শ্রীমঙ্গল ফুটবল এসোসিয়েশনের রেফারি মো,মিজানুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো: এটিএম ফয়েজ, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক মিলন দাশ গুপ্ত, সিলেট ফুটবল এসোসিয়েশনের সভাপতি, সমীরণ দেব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, আমেরিকা প্রবাসী কুদরত এলাহী কয়েস, পৌর যুবলীগের সভাপতি, আকবর হোসেন শাহীন, পৌর যুবলীগের সহ-সভাপতি কামরুল হাসান দুলন, ঢাকা একাডেমির ২য় চ্যাম্পিয়ান লীগের ফুটবলার পরিমল বৈধ্য প্রমুখ।
অনুষ্ঠানের মো: ইকরামুর রহমান রানার সহর্ধমীনিসহ সাংবাদক, রাজনৈতিকবিদ, ব্যবসায়ী, খেলোয়ারসহ বিভিন্ন শ্রেণীর পেশের লোকজন উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন