টরন্টো (কানাডা) প্রতিনিধিঃ
কানাডার অন্টারিও প্রদেশের টরেন্টো নগরীর অদূরে হাইওয়ে ৪২৭ এবং ডানডাস স্ট্রিট এর ইন্টারসেকশনে ১৩ ফেব্রুয়ারি (সোমবার) রাত আনুমানিক ১১টা ৩০মিনিটে এক ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ৩ বাংলাদেশি ছাত্রের প্রাণহানি ঘটে।
জানা যায়, আরিয়ান আলম দীপ্ত, শাহরিয়ার খান ও এঞ্জেলা বারৈ নামের ৩ বাংলাদেশি ঐ দূর্ঘটনায় নিহত হন এবং কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ এর পুত্র নিবিড় কুমার মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন আছেন। পুলিশ জানায়, অতিরিক্ত গতির কারনে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনাটি ঘটে এবং পরবর্তীতে গাড়িতে আগুন লেগে যায়। গাড়ির পিছনের সিটের ২জন যাত্রী দীপ্ত এবং শাহরিয়ার ঘটনাস্থলেই মারা যান এবং সামনের সিটে বসা এঞ্জেলা হাসপাতালে নেয়ার পর আজ ১৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
গাড়ির চালক আহত নিবিড় কুমারের অবস্থা খুবই আশঙ্কাজনক। তারা ৪ জনই আন্তর্জাতিক ষ্টুডেন্ট হিসেবে টরন্টোতে বসবাস করতেন।
বাংলাদেশি ৪ ছাত্রের মৃত্যুতে কানাডার বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।