কুলাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে জুয়ার সরঞ্জামামসহ আটক ৪


মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ ফেব্রæয়ারি) কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক এর নেতৃত্বে এসআই সুজন তালুকদার অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের কালামিয়া বাজারের একটি পরিত্যাক্ত দোকান ঘর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়াড়ীকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত জুয়াড়ীরা হলেন, আব্দুল হামিদের ছেলে রিপন মিয়া, লেবু মিয়ার ছেলে আলাল মিয়া, ফজল মিয়ার ছেলে আবুল কালাম ও আম্বর আলীর ছেলে সমছু মিয়া। আটককৃতরা ৪ জুয়াড়ী কুলাউড়া উপজেলার বাসিন্দা বলে জানায় পুলিশ। এসময় জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জাম ৫২পিছ তাস ও নগদ ২০৫০ টাকা উদ্ধার করে পুলিশ। পরে আটকৃত জুয়াড়েিদর বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা দায়ের করে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন