আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সেবা পদক পাওয়ায় আহছান উল্লাহ সুমনকে সংবর্ধনা


প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সেবা পদক পাওয়ায় শ্রীমঙ্গল আনসার ভিডিপি ওয়ার্ড দলনেতা আহছান উল্লাহ সুমনকে তার নিজ গ্রামবাসির পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকেলে শ্রীমঙ্গল রাধানগর গ্রামের শাহী ঈদগাহ মাঠে আনসার ভিডিপির ওয়ার্ড দলনেতা আহছান উল্লাহ সুমনকে ফুলেল সংবর্ধনা ও সম্মাননা অনুষ্টান অনুষ্টিত হয়। অনুষ্টানে গ্রামের বিশিষ্ট মুরব্বি আব্দুল বাছিত এর সভাপতিত্বে ও মো: মাহবুবুল আলম শিমুলের সঞ্চালনায় নাগরিক সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তাএ এন এম ওয়াহিদুজ্জামান। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল দ্বারিকাপাল মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অনিরুদ্ধ সেনগুপ্ত বাচ্চু, র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের উপসহকারী পরিচালক মো: আসাদ, শ্রীমঙ্গল আনসার ভিডিপি প্রশিক্ষিকা রুনা চৌধুরী, বাংলাদেশ সেনা বাহিনীতে কর্মরত ওয়ারেন্ট অফিসার মো: নুরুল ইসলাম, ইউপি সদস্য শফিকুল ইসলাম লিটন। এছাড়াও অনুষ্টানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, কাজী শামসুল হক ও শহিদুল হক প্রমূখ। উল্লেখ্য,গত রোববার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমির প্যারেড গ্রাউন্ডে অনুষ্টানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৩তম জাতীয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজের পাশাপাশি বুদ্ধিমত্তা, একনিষ্ঠতা, সততা, দূরদর্শিতায় অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ১৮০ জনকে সাহসিকতা ও সেবা পদক বিতরণ করা হয়। অনুষ্টানে অন্যান্যদের সাথে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শ্রীমঙ্গল পৌরসভা ৬ নং ওয়ার্ড দলনেতা আহছান উল্লাহ সৃমনকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রেসিডেন্ট সেবা পদক পি ভি এম প্রদান করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক।

শেয়ার করুন