মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাতৃভাষা বিষয়ক সাধারণ জ্ঞান ও বাংলা বর্ণমালা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার ২১ ফেব্রæয়ারি সকাল ১১টায় শহরের কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে প্রতিযোগিতা শুরু হয়ে বেলা ১টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর প্রধান শিক্ষক মো: এহসানুল হক এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি, দৈনিক দেশ বাংলা পত্রিকার স্পেশাল রিপোর্টার ইসমাইল মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক আলী আহমদ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক ফয়েজ শাহ জিলানী, সহকারী শিক্ষক মাহতাব আলম তানভীর, শর্মী রানী ঘোষ, জয়া রবিদাস এবং তাসলিমা জান্নাত চৈতি। প্রতিযোগিতায় ‘ক’ এবং ‘খ’ গ্রুপের বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে মাতৃভাষা দিবস উপলক্ষে সাধারণ জ্ঞান ও বাংলা বর্ণমালা প্রতিযোগিতা
শেয়ার করুন