শ্রীমঙ্গলে শেষ হয়েছে তিনদিন ব্যাপী নৃত্য প্রশিক্ষন কর্মশালা


মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শষ হয়েছে তিনদিন ব্যাপী নৃত্য প্রশিক্ষন কর্মশালা।
শুক্রবার বিকেলে শ্রীমঙ্গল নৃত্যালয় এর আয়োজনে তিন দিনব্যাপী এ প্রশিক্ষন কর্মশালায় সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ শ্রীমঙ্গল এর ডা: হরিপদ রায়।
শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমীর পরিচালক বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যদেন নৃত্যালয়ের পরিচালক দ্বীপ দত্ত আকাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সম্মিলত নাট্য পরিষদের সভাপতি অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী ও নৃত্য প্রশিক্ষক কলকাতা থেকে আগত নৃত্য গুরু বিট্টু মন্ডল।
কর্মশালায় ৩০ জন ক্ষুদে প্রশিক্ষনার্থী অংশ নেন।

শেয়ার করুন